Site icon Jamuna Television

এইচএসসির ফল নিয়ে বিরূপ মন্তব্য নয়: প্রধানমন্ত্রী

বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রকাশ করা হলো এইচএসসি’র ফল। করোনার কারণে এক অসহায় পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিকল্প পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভার্চুয়ালি ফল প্রকাশের আয়োজনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এছাড়া বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, মহামারীর কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটি বছর নষ্ট না হয় তাই এই পদক্ষেপ। শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যতে কথা চিন্তা করে এই বিকল্প ব্যবস্থায় ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতির শিক্ষা নিতে আহ্বান জানান। বলেন, টেলিভিশনে প্রচার করা ক্লাস টেস্টগুলো মনোযোগ দিয়ে দেখে পড়াশোনা করার জন্য। এছাড়া পরিস্থিতির সাথে শিক্ষার্থীদের মানিয়ে নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version