Site icon Jamuna Television

চীনে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল

চীনে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণার লক্ষ্যে শনিবার উহানের একটি হাসপাতাল পরিদর্শন করেন তারা।

মহামারির শুরুর দিকে, করোনা রোগীদের চিকিৎসার অন্যতম কেন্দ্র ছিল হাসপাতালটি। স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ির কারণে উহানে মাঠ পর্যায়ে পরিদর্শনে কিছু সীমাবদ্ধতার কথা জানান ডব্লিউএইচও’র একজন মুখপাত্র।

এদিকে, দু’সপ্তাহের সফরে গবেষণাগার ও বেশ কয়েকটি হাসপাতালে যাবেন তারা। শুরুর দিকে করোনা ছড়িয়ে পড়ায় সম্পৃক্ত সিফুড বাজারও পরিদর্শন করবেন তারা।

ইউএইচ/

Exit mobile version