Site icon Jamuna Television

ওলফ পালমে পুরস্কার পেলো ব্ল্যাক লাইভস ম্যাটার ফাউন্ডেশন

বর্ণবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুইডেনের ওলফ পালমে হিউম্যান রাইটস প্রাইজ জিতেছে দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন।

বিশ্বজুড়ে পুলিশি বর্বরতা ও জাতিগত সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনে বড় ভূমিকা রাখায় এ ফাউন্ডেশনকে সম্মান জানানো হয়েছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের পাশাপাশি শুধু যুক্তরাষ্ট্রেই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে দুই কোটি মানুষ অংশ নেয়।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এরপর জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলর ও আরও কিছু মৃত্যুর পর এ আন্দোলন যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

ইউএইচ/

Exit mobile version