Site icon Jamuna Television

অতীত নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি, মন ভেঙেছে সানার

কিছুদিন আগেই বিবাহের দু’মাস পূর্ণ হয়েছে সানার। এর মধ্যেই মন খারাপ বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খানের। অতীত নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি করায় ইনস্টাগ্রামে সেই দুঃখে মন ভাঙার কথা জানিয়েছেন সানা খান। খবর সংবাদ প্রতিদিনের।

সানার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে। এতদিন ধৈর্য হারাননি। কিন্তু এবারে কোনো এক ভিডিও দেখে খুব দুঃখ পেয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী।

তাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘কিছু মানুষ আমাকে নিয়ে বেশ কিছু দিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন। আমি এতদিন ধৈর্য হারায়নি। কিন্তু এবারে একজন আমার অতীত নিয়ে ভিডিও তৈরি করেছেন, আর তা নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না? কোনো মানুষ তওবা করার পর এভাবে কোনো মানুষকে অপমান করা পাপ। আমার মন ভেঙে গিয়েছে।’

আল্লাহর পথে চলবেন বলে বিনোদন জগত ছেড়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কোনো কাজের অফার না দেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই আবার সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাস সায়েদকে বিয়েও করে ফেলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে জানিয়েছিলেন ‘আল্লাহর জন্যই একে অপরকে ভালবাসতে পেরেছি। আল্লাহর কৃপায় বিয়ে করতে পেরেছি। আল্লাহ যেন আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন।’

https://www.instagram.com/p/CKj_kLXgbXQ/?utm_source=ig_embed

ইউএইচ/

Exit mobile version