Site icon Jamuna Television

ভৈরবে মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

ভৈরব প্রতিনিধি :

ভৈরবে মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের সামনে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় অটোরিকশার নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে। তিনি সুনামগঞ্জ জেলার বিষম্ভপুর থানার বাগগাও গ্রামের ইজ্জত আলীর ছেলে।

স্বজনরা জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের আত্মীয় স্বজন খবর পেয়ে হাসপাতালে এসে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনোও কোনো অভিযোগ আসেনি। যদি এ বিষয়ে অভিযোগ পায় তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version