Site icon Jamuna Television

ঢাকায় এসে বড় ভাই ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কাদের মির্জা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বড় ভাই ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

শনিবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান আব্দুল কাদের মির্জা। এ সময় বসুরহাটসহ বিভিন্ন বিষয়ে দলের বিপক্ষে দেয়া বক্তব্যে অনড় বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় সংসদ সদস্য একরামুল চৌধুরীর বিষয়ে ওবায়দুল কাদেরের আশ্বাসে এক মাসের জন্য সব কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছেন আব্দুল কাদের মির্জা। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও করেন কাদের মির্জা।

ইউএইচ/

Exit mobile version