Site icon Jamuna Television

করোনার টিকা দিতে রাজধানীতে ৪৯টিসহ সারাদেশে ৬৬২টি কেন্দ্র খোলা হচ্ছে

করোনার টিকা দিতে রাজধানীতে ৪৯টিসহ সারাদেশে ৬৬২টি কেন্দ্র খোলা হচ্ছে। আর এ কাজে নিয়োজিত থাকবে ৬ হাজার ৯৯০ টিম।

শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, করোনার ভ্যাকসিনের জন্য কেউ অনলাইন রেজিস্ট্রেশন করতে না পারলে, কেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন।

৭ ফেব্রুয়ারি থেকে টিকা দিতে সব প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, শুক্রবার পর্যন্ত ৩৬টি জেলায় টিকা পৌঁছে গেছে। ফেব্রুয়ারিতে টিকার দ্বিতীয় চালান আসছে বলেও জানান স্বাস্থ্যের ডিজি।

ইউএইচ/

Exit mobile version