Site icon Jamuna Television

দিনাজপুরে যাত্রীবাহী বাস চাপায় মোটর পরিবহন শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরের কলেজ মোড়ে যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটায় দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

দিনাজপুর বাস টার্মিনাল থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস আহনাফ এন্টারপ্রাইজ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটর পরিবহন শ্রমিক সুজন রায়কে (২৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন রায়ের মৃত্যু হয়। নিহত সুজন রায় সদরের ভুষিরবন্দর এলাকার দেবী চরণ রায়ের পুত্র।

ঘটনার সংবাদ পেয়ে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন ময়নাতদন্ত না করেই লাশ গ্রহণ করে।

Exit mobile version