Site icon Jamuna Television

অজ্ঞান অবস্থায় ধর্ষণের পর হত্যা করা হয় ছোঁয়াকে

খুলনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে বাড়ির ছাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে গ্রেফতার বাড়ির মালিক প্রীতম। শনিবার দুপুরে তাকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সারোয়ার আহমেদের আদালতে হাজির করা হয়।

স্বীকারোক্তিতে সে জানায়, ২২ জানুয়ারি কম্বল দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে শিশুটিকে নিয়ে যায় প্রীতম। পরে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার করে। এ সময় ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করলে শিশুটি জ্ঞান হারায়। পরে অজ্ঞান অবস্থায় তাকে ধর্ষণের পর হত্যা করে প্রীতম, এমন কথা জানায় জবানবন্দীতে।

নিখোঁজের ছয়দিন পর ২৮ জানুয়ারি দৌলতপুর এলাকায় প্রীতমের বাসার নিচতলায় বাসার বিউটি পার্লারের বাথরুম থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version