Site icon Jamuna Television

কোনাবাড়ী থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজন আটক

dav

গাজীপুরের কোনাবাড়ী থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র‍্যাব-১। আটক সোহেল মিয়া বগুড়া জেলার সদর থানার সলাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কোনাবাড়ী পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোটসহ সোহেল মিয়াকে আটক করা হয়। সোহেলকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় হস্তান্তর করে র‍্যাব।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version