Site icon Jamuna Television

হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামল ৫.৫ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

মাঘের মাঝামাঝিতে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এতে কুড়িগ্রাম-পঞ্চগড়-লালমনিরহাটসহ উত্তরের জেলাগুলোয় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। তা ঝড়ছে হালকা বৃষ্টির মতো। সাথে আছে কনকনে ঠাণ্ডাও। এতে জবুথবু জনজীবন। বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি।

আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকবে। এদিকে, ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার ও শরীয়তপুর-চাঁদপুর রুটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। চরম দুর্ভোগে যাত্রীরা।

Exit mobile version