Site icon Jamuna Television

আইন বাতিলে পোল্যান্ডের রাজপথে হাজার হাজার মানুষ

আইন বাতিলে পোল্যান্ডের রাজপথে হাজার হাজার মানুষ

গর্ভপাত বিরোধী আইনের বিরুদ্ধে উত্তাল পোল্যান্ড। করোনা সতর্কতা উপেক্ষা করে শুক্রবার রাজধানী ওয়ারশ’তে জড়ো হন কয়েক হাজার মানুষ।

আন্দোলনকারীদের দাবি, দরিদ্র গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক এই আইন। বিক্ষোভের জেরে রাজধানীজুড়ে ব্যাপক কড়াকড়ি ছিল নিরাপত্তা ব্যবস্থায়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। কিছু জায়গায় সহিংসতার ঘটনাও হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে।

গত বুধবার থেকেই গর্ভপাত বিরোধী আইন কার্যকরের ঘোষণা দেয় দেশটির রক্ষণশীল সরকার। নতুন আইন অনুযায়ী কেবল ধর্ষণের ঘটনায় এবং মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হলেই বৈধভাবে গর্ভপাত করা যাবে। নতুন আইন কার্যকরের পরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

Exit mobile version