Site icon Jamuna Television

রাশিয়ান ধনকুবের অলিগার্ক আর্কাদি রটেনবার্গ বলেছেন ‘পুতিন প্রাসাদ’ তার

রাশিয়ান ধনকুবের অলিগার্ক আর্কাদি রটেনবার্গ বলেছেন 'পুতিন প্রাসাদ' তার

রাশিয়ার আলোচিত ‘পুতিনের প্রাসাদ’ বলে পরিচিতি পাওয়া বাড়িটির প্রকৃত মালিক এখনও রুশ ধনকুবের অলিগার্ক আর্কাদি রটেনবার্গ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়নি বাড়িটি। শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে নিজেই এমনটি দাবি করেন রটেনবার্গ।

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত তিনি। জানান, নির্মাণকাজ শেষে অ্যাপার্টমেন্ট হোটেলে পরিণত করা হবে বাড়িটিকে।

সম্প্রতি রাজকীয় ওই ভবনটি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। অভিযোগ, ধনকুবেরদের অবৈধ সুবিধা দেয়ার বিনিময় প্রাসাদটি ঘুষ নিয়েছেন পুতিন।

নাভালনির দাবি, ১৩৭ কোটি ডলার মূল্যের প্রাসাদটি তৈরি করে দিয়েছেন পানামা পেপার্সে নাম আসা ৩ ধনকুবের। কৃষ্ণসাগর তীরে প্রায় ২০ হাজার একর জায়গার ওপর নির্মিত বাড়িটি। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পরই ব্যাপক আলোচনা শুরু হয় পশ্চিমা গণমাধ্যমে। শুরু থেকেই অভিযোগ উড়িয়ে দিয়ে পুতিন দাবি করেন প্রাসাদের সাথে কোনো সম্পর্ক নেই তার।

Exit mobile version