Site icon Jamuna Television

কক্সবাজারে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের শহরের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন বিজিবি ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাব উদ্দিনের বড় ভাই নুরুল কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাসা থেকে ডেকে নিয়ে ছুরি ও এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রতিপক্ষ শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তবে মামলার স্বার্থে পরিচয় গোপন রাখা হচ্ছে। পুলিশকে সাথে নিয়ে আসামিদের ধরার চেষ্টা চলছে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পূর্বের কোনো ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করা গেছে, তাদের আটকের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version