Site icon Jamuna Television

হফেনহাইমকে উড়িয়ে জয় পেলো বায়ার্ন মিউনিখ

হফেনহাইমকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম পর্বে হফেনহাইমের কাছে একই ব্যবধানে হেরেছিলো বায়ার্ন।

এবার ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটে বোয়াটেংয়ের গোলে লিড নেয় দলটি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। পরের মিনিটেই ক্রামারিচের গোলে ব্যবধান কমায় হফেনহাইম।

বিরতির পর রবার্ট লেভানডোভস্কির গোলে স্কোর লাইন ৩-১ করে স্বাগতিকরা। যা লিগে এবারের আসরে ২৪তম গোল এই পোলিশ স্ট্রাইকারের। আর ৬৩ মিনিটে জনাব্রি গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের।

ইউএইচ/

Exit mobile version