Site icon Jamuna Television

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

শেরপুরের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকসায় থাকা নারী, শিশু ও চালকসহ নিহত হয়েছে ৪ জন।

স্থানীয়রা জানায়, সিএনজি অটো রিকশাটি নালিতাবাড়ি থেকে আসছিল। ঘনকুয়াশায় মির্জাপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই নিহত হন তিন জন। শেরপুর সদর হাসপাতালে নিলে সেখানে আরও একজন মারা যায়।

নিহতদের ভেতর তিন জনের পরিচয় জানা গেছে। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়।

Exit mobile version