Site icon Jamuna Television

সিরাজগঞ্জের বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার এজাহার ভুক্ত ৩ আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ২ নম্বর আসামি লিখন, সানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল, সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম। এর মধ্যে লিখন ও সানোয়ার হোসেন রতন হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের আপন সহোদর।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধ আক্তার জানান, হত্যাকাণ্ড ঘটার পর থেকেই পুলিশ প্রাপ্ত তথ্যানুযায়ী অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করছে। এবং অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১৬ জানুয়ারি পৌর নির্বাচনের দিন ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ।

Exit mobile version