Site icon Jamuna Television

বাংলাদেশের কাছে ৫ হাজার করোনা ভ্যাকসিন চেয়েছে হাঙ্গেরি

পাঁচ হাজার করোনা ভ্যাকসিন দেয়ার জন্য বাংলাদেশের কাছে আবেদন করেছে ইউরোপের দেশ হাঙ্গেরি। মানবিক দিক বিবেচনায় টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে নতুন দৃষ্টান্ত মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্ত দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। যারা করোনা টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, অনেক উন্নত দেশ এখনও টিকা দেয়া শুরু করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে।

ইউএইচ/

Exit mobile version