Site icon Jamuna Television

রাজধানীর মিরপুরে গার্মেন্টস বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে গার্মেন্টস বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

রোববার সকাল ৭টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় জিন্স ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের এই কারখানা। পাশাপাশি, তাদের বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। পরে মালিকপক্ষ ও প্রশাসনের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় শ্রমিকরা।

ইউএইচ/

Exit mobile version