Site icon Jamuna Television

হোস্টেল থেকে ঝুলন্তবস্থায় রাবি ছাত্রীর লাশ উদ্ধার

ঝুলন্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। ওই শিক্ষার্থীর নাম মোবাসসিরা তাহসিন ইরা।

শনিবার রাত ৩টার দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৮ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর লাশ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে তা বিস্তারিত জানা যাবে।

Exit mobile version