Site icon Jamuna Television

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ড্র করেছে উইন্ডিজ

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্ততি ম্যাটি ড্র করেছে উইন্ডিজ। উইন্ডিজের দেওয়া ৩৮৯ রানের জয়ের জন্য ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৩ রানেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। ফলে ড্র হয় ম্যাচটি। এর আগে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে করেছিলো উইন্ডিজ।

এমএ আজিজ স্টেডিয়ামে, নিজেদের প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নিয়েছিলো উইন্ডিজ। উইন্ডিজের হয়ে ক্যাম্পবেল ৬৮ ও ৮০ রানে ফিরেছিলেন বোনার। ম্যাচের তৃতীয় দিনে রেইফারের অপরাজিত ৪৯ রানে ২৯১ রান করে উইন্ডিজ।

জবাবে ৩৮৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুতই আউট হয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন ও নাইম শেখ। আর ২৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন সাদমান ইসলাম। ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসে ৩৩ রান।

উইন্ডিজের দুই স্পিনারের দাপটে প্রথম ইনিংসে বিসিবি একাদশ করেছিলো ১৬০ রানে। রাকিম কর্ণওয়াল নিয়েছিলেন ৫ উইকেট।

Exit mobile version