Site icon Jamuna Television

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরীকে জাল স্ট্যাম্পসহ গ্রেফতার

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশপ্রহরী হাসানুর রহমান নামে একজনকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

রোববার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের একটি পান দোকান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নৈশপ্রহরী হাসানুর রহমানকে সরকারী ১৬শ পিস জাল স্ট্যাম্পসহ গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ।ৱ

মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প এর ব্যবসা করে আসছে সে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গোপন সূত্রে তাকে আজ বিকেলে তার পান দোকান থেকে জাল স্ট্যাম্পসহ গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে প্রতারণা এবং স্ট্যাম্প বিক্রয়ের অভিযোগ মামলা করা হবে।

Exit mobile version