Site icon Jamuna Television

দৌলতদিয়ায় এক বোয়াল মাছের দাম ২৩ হাজার টাকা

রাজবাড়ী সংবাদদাতা:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে ১০ কেজি ওজনের এক‌টি বোয়াল মাছ। যার দাম পড়েছে ২৩ হাজার টাকা।

‌রোববার বিকেলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দুলালের আড়ত থেকে একটু লাভের আশায় ২৩শ টাকা কেজি দ‌রে ২৩ হাজার টাকায় ওই বোয়াল মাছ‌টি কিনে নেন।

এর আগে দুপুরে দৌলত‌দিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদী‌তে জয়নাল হালদার নামের জেলের জালে বোয়াল মাছ‌টি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, আড়ত থেকে ২৩ টাকা কেজি দ‌রে ১০ কেজি দরে ওজনের এক‌টি বোয়াল কিনেছেন। এখন সামান্য লাভে দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগা‌যোগ করছেন মাছ‌টি বিক্রি করতে।

Exit mobile version