Site icon Jamuna Television

ছেড়াদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট

ছেড়াদ্বীপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সেন্টমার্টিনে ধর্মঘট ও মানববন্ধন পালিত হয়েছে। সেন্টমার্টিন বোট মালিক সমিতি, ভ্যান চালক ও ব্যবসায়ীরা যৌথভাবে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করে।

রোববার দুপুরে এক মানব বন্ধন সেন্টমার্টিন বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় দোকান পাট বন্ধ রাখা হয়। পাশাপাশি দ্বীপে চলাচলকারী রিকসা ভ্যানও চলেনি। টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের সার্ভিস বোট গুলোও বন্ধ রাখা হয়। আগামী তিনদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

এতে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, বোট মালিক সমিতির সভাপতি সৈয়দ আলমসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৪ মাসের আয় দিয়ে ১২ মাসের জীবিকা নির্বাহ করতে হয় দ্বীপের বাসিন্দাদের। সম্প্রতি পরিবেশ অধিদফতর ছেড়াদ্বীপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে গত ৩ মাসে ৭ বার সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

এতে পর্যটন কেন্দ্রিক জীবিকা নির্বাহ করা মানুষগুলো ক্ষতির শিকার হচ্ছে। অপরদিকে সেন্টমার্টিনে বহুতল ভবন নির্মাণ অব্যাহত থাকলেও পরিবেশ অধিদফতর সেগুলো বন্ধ করতে পারছে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাস থেকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে পরিবেশ অধিদফতর।

Exit mobile version