Site icon Jamuna Television

মার্চে মোদির ঢাকা সফরে অনিশ্চিত তিস্তা চুক্তি: পররাষ্ট্র সচিব

এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন থাকায় মার্চে নরেন্দ্র মোদির ঢাকা সফরে তিস্তা চুক্তি অনিশ্চিত। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ভারত সফর শেষে দেশে ফিরে রোবাবর বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, মোদির ঢাকা সফরের আগেই স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌ পরিবহন সচিব পর্যায়ের বৈঠক হবে ঢাকায়। আর দিল্লিতে বসবেন দু’দেশের পানি সচিব।

সচিব জানান, করোনাকালে বাংলাদেশ ভারত বিশেষ বিমান যোগাযোগ ৩০ এপ্রিল পর্যন্ত বেড়েছে। ভ্যাকসিন কার্যক্রম আরেকটু জোরদার হলেই ট্যুরিস্ট ভিসা চালু করবে দুই দেশ।

তিনি জানান, জাপান ও ভারত রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণে থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা সহজ হবে। এছাড়া কুয়েতে দন্ডপ্রাপ্ত বাংলাদেশি এমপি পাপলুর রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য সংগ্রহ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Exit mobile version