Site icon Jamuna Television

পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পরেছেন হাফিজ ও শোয়েব মালিক

দক্ষিন আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষনা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ হাফিজ ও মালিক। তারুণ্যনির্ভর ২০ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান।

এই সিরিজেই অভিষেক হবে লেফ্টআর্ম স্পিনার ডেনিশ আজিজ, পেস বোলার আমাদ বাট, বাঁ-হাতি স্পিনার জাফর গহর ও ৩২ বয়সী লেগ স্পিনার জাহিদ মাহমুদের।

আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ফিরছেন পেস বোলার হাসান আলী। সবশেষ ২০১৯ সালের ৫ মে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্সে হোম সিরিজে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আমির ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলী, ডেনিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, হুসেন তালাত, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজোয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদের, জাফর গহর ও জাহিদ মাহমুদ।

Exit mobile version