Site icon Jamuna Television

বান্ধবীর সহায়তায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

প্রতীকী ছবি।

রাজধানীতে বান্ধবীর সহায়তায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ওই ছাত্রীর চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় অভিযুক্ত চার বন্ধুসহ অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা।

মামলার এজহারে বলা হয়, ভুক্তভোগী ছাত্রীকে তার বন্ধু মোহাম্মদপুরে অবস্থিত একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে ওই ছাত্রীর বন্ধুরা তাকে কৌশলে মদ্যপান করায়। তারপর অভিযুক্তরা ওই ছাত্রীকে নিয়ে তার বান্ধবীর বাসায় যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে তার এক বন্ধু। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপালে ভর্তি করানো হয় এবং ওই ছাত্রীর পরিবারকে জানানো হয়।

পুলিশ এ ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ২ জনসহ আরও একজনকে গ্রেফতার করেছে। একইসাথে বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

Exit mobile version