Site icon Jamuna Television

নাটোরে আবাসিক হোটেল থেকে চিরকুটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

নাটোরে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের মিল্লাত নামে এক আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত দশটার দিকে আনোয়ার হোসেন হোটেলের রেজিস্টারে তার নাম ঠিকানা লিখে রুমে ওঠেন। রোববার সারাদিন তার কোনও সাড়াশব্দ না পেয়ে বিকেলে হোটেল বয় রুম চেক করতে যায়। এসময় দরজায় কড়া নাড়লেও ভিতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায় না।

এরপরে হোটেল বয় বিষয়টি ম্যানেজারকে জানায়। ম্যানেজার আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ভেতরে যায়। এসময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় আনোয়ারের ঝুলন্ত মরদেহ দেখা যায়।

পুলিশ সেখান থেকে একটা চিরকুট উদ্ধার করে তাতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মরদেহ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে হস্তান্তর করার জন্য অনুরোধ জানাই।’ ঠিকানা আনোয়ার হোসেন, পিতা-এজাদুল, থানা- নন্দীগ্রাম জেলা-বগুড়া। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ সদস্যরা।

Exit mobile version