Site icon Jamuna Television

অবশেষে চীনের রোগ নিয়ন্ত্রক কেন্দ্র পরিদর্শন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল

করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে চীনের রোগ নিয়ন্ত্রক কেন্দ্র (সিডিসি) পরিদর্শন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল।

সোমবার হুবেই প্রদেশে সফরে যান তারা। এর আগে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে ২৮ জানুয়ারি অনুসন্ধানে নামে তদন্ত দলের ১০ সদস্য। তারা দুই সপ্তাহ অবস্থান করবেন সেখানে।

এই সময়ে হাসপাতাল, মার্কেটসহ উহানের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে। পুরো কার্যক্রম বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে চীনা সরকার। সাংবাদিকদের তথ্য দেয়া থেকেও বিরত থাকতে হচ্ছে তদন্ত দলকে।

ইউএইচ/

Exit mobile version