Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাজীব আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুর দুইটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জানুয়ারি মাসের ১২ তারিখে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছিল।

মুনসুর আহমেদ ১৯৯৬ ও ১৯৯১ এর সাবেক সংসদ সদস্য। ১৯৮০ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ১৯ বছর তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ পরবর্তী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সেনা শাসকের নির্যাতনের মুখে ২২ মাস কারাভোগ করেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ইউপি চেয়ারম্যান ও রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন।

ইউএইচ/

Exit mobile version