Site icon Jamuna Television

স্যাটেলাইট বহনে সক্ষম রকেটের সফল পরীক্ষা চালালো ইরান

স্যাটেলাইট বহনে সক্ষম রকেটের সফল পরীক্ষা চালালো ইরান। সোমবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় এ উৎক্ষেপন। গবেষকদের দাবি ৫০০ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম রকেটটি। মরুভূমিতে তরল জ্বালানির মাধ্যমে পরিচালিত যানটির পরীক্ষা চালানো হয়।

ইরানের বিবৃতি অনুসারে, রকেটটির নামকরণ করা হয়েছে ইমাম হুসেইন (রা:)’ প্রিয় ঘোড়া ‘জুলজানাহ’র নামে। তবে, এখনো কক্ষপথে কোন স্যাটেলাইট স্থাপন করেনি রকেটটি। এর ক্যারিয়ারটি ৮৪ ফিট লম্বা এবং ৫২ টন পর্যন্ত ওজন নিতে সক্ষম।

ফেব্রুয়ারির শেষ নাগাদ, ইসলামিক রেভ্যুলেশনের ৪২তম বার্ষিকী উদযাপন করবে ইরান। সে লক্ষ্যেই সামরিক সক্ষমতা জোরালো করছে দেশটি।

Exit mobile version