Site icon Jamuna Television

অভ্যুত্থানের পর রোহিঙ্গাদের প্রতি আরও কঠোর হতে পারে সেনারা: জাতিসংঘের শঙ্কা

মিয়ানমারে অভ্যুত্থানের পর রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের প্রতি আরও কঠোর হতে পারে সেনাবাহিনী। এমন শঙ্কায় রোহিঙ্গা ইস্যুতে আজ মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

১ ফেব্রুয়ারি (সোমবার) অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতাগ্রহণ করেন সেনাপ্রধান মিন অং লাইং। একবছরের জন্য দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা। এর আগেই, বন্দি করা হয় রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট এবং এনএলডি’র বহু নেতাকর্মীকে। এছাড়া, সরকারের ২৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবকে বরখাস্ত করা হয়। একইদিন, শপথ নেন ১১ সেনা কর্মকর্তা।

জাতিসংঘ-ইইউ’সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে রাজবন্দিদের মুক্তির আহ্বান। নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জাতিসংঘের শঙ্কা, সেনা ক্ষমতায় ফিরে আসার কারণে মৃত্যুঝুঁকি বাড়লো রাখাইনে বসবাসরত বাকি ৬ লাখের মতো সংখ্যালঘু রোহিঙ্গার। এ ইস্যুতে, করণীয় নির্ধারিত হবে আজকের জরুরি বৈঠকে।

Exit mobile version