Site icon Jamuna Television

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তাল ইস্তাম্বুলের বোগাজিজি বিশ্ববিদ্যালয়

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তাল ইস্তাম্বুলের বোগাজিজি বিশ্ববিদ্যালয়। সোমবার, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির রেক্টর হিসেবে মেলিহ বুলু’কে গেলো মাসেই নিয়োগ দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তখন থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ আনছে যে, দুর্নীতির আশ্রয় নিয়েছে প্রশাসন, অগণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে এ নিয়োগ। এর আগেও, বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকায় পুলিশের সাথে সংঘাতে জড়ান শিক্ষার্থীরা; সেসময় আটক হয় দু’জন।

বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টির অভিযোগ, ১৯৮০ সালে সেনা অভ্যুত্থানের পর এই প্রথমবার শিক্ষাঙ্গনের বাইরের কাউকে এ পদে বসানো হলো। ২০১৫ সালে একে পার্টির হয়ে নির্বাচনে লড়াই করেন মেলিহ বুলু।

Exit mobile version