Site icon Jamuna Television

মাদারীপুর আদালতে মিথ্যা হাজিরা দিতে এসে ফেঁসে গেলো ৩ জন

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় মিথ্যা হাজিরা দিতে এসে ফেঁসে গেলেন ৩ জন। সোমবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, এ দিন আদালতে হাজির হতে আসেন মাদারীপুরের ডাসার থানার একটি মামলার তিন আসামি দক্ষিণ ধুয়াসার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান।

এসময় আদালত আসামিদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তিন জনের মধ্যে একজন সঠিকভাবে নাম ঠিকানা বলতে না পারায় বিচারকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি শাহিন আকন, সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকনকে তাদের পিতা বলে দাবি করেন।

আসামি শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম মনির লিখেন। পরবর্তীতে আসামিরা প্রকাশ্য আদালতে জানায় আসামি সালাম আকন ও সাইফুল আকন তাকে (মনিরকে) শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছে এবং হাজির করেছে।

এ ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মামুনুর রশিদ ওই তিন জনকে কারাগারে প্রেরণ এর আদেশ প্রদান করেন। আদেশের পর সন্ধ্যার সময় ওই তিনজনকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

Exit mobile version