Site icon Jamuna Television

বাগেরহাটে জুয়েলার্সের লকার ভেঙ্গে শতাধিক ভরি স্বর্ণালঙ্কার চুরি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ড্রিম ল্যান্ড মার্কেটের নীচ তলায় রুপালি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের লকার ভেঙ্গে শতাধিক ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দোকানের মালিকের ছেলে শোভন দাস জানান, মঙ্গলবার সকালে মার্কেটের মালিক যথারীতি নিচে নামলে দোকানের সাটার খোলা দেখতে পেয়ে দোকানী ভোলা নাথকে ফোন দেন।

এরপর দোকান মালিক এসে দেখতে পায় দোকানের সবকিছু তছ নছ করে ভল্টে রাখা সব স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version