Site icon Jamuna Television

রাজধানীতে পাওনা সুদের টাকার জেরে ভায়রাকে খুন

রাজধানীর যাত্রাবাড়িতে ভায়রার হাতে ভায়রা খুন হয়েছে। পাওনা টাকার জেরে বাসায় গিয়ে ভায়রাকে খুন করেন ইজার আলী। নিহত রাজিব খান পেশায় টাইলস মিস্ত্রি। এক মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়।

এরআগে, স্ত্রীর চিকিৎসার জন্য ভায়রার কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সুদে আসলে ২৮ হাজার টাকা পরিশোধ করলেও আরও টাকার জন্য হুমকি দিয়ে আসছিলো ইজার আলী। ইজার আলী তার ছোট ভাই ও আরও একজন লোক নিয়ে ভায়রার বাসায় আসে। টাকার কথা বলার আগেই ভেতর থেকে দরজা লাগিয়ে দেন।

পরবর্তীতে তাদের মাঝে বাক বিতণ্ডা শুরু হলে অন্য দুইজনের সহায়তায় উপর্যপুরি ছুরিকাঘাত করেন ইজার। এই ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী মরিয়ম।

Exit mobile version