Site icon Jamuna Television

দুই ম্যাচ সিরিজের ১ম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

এর মাধ্যমে, দীর্ঘ প্রায় ১০ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সেই সাথে সুযোগ ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতা খোলার। সেই পথে ওপেনিং এ তামিমের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম। তিনে শান্ত আর চারে মুমিনুলের খেলার সম্ভবনাও প্রবল। এরপর সাকিব, মুশফিক, লিটন।

একাদশে সাকিবের স্পিন সঙ্গী হতে পারেন আরো দুজন। অন্যদিকে কেমার রোচ, শ্যানন গ্রাব্রিয়েলের মতো অভিজ্ঞরা আছেন ক্যারিবিয় পেস আক্রমনে। রাকিন কর্নওয়াল, ওয়ারিকানের মত স্পিনাররাও ভালো করেছেন প্রস্তুতি ম্যাচে। তাই তো জমাট এক সিরিজের প্রত্যাশা দুদলের।

Exit mobile version