Site icon Jamuna Television

আমি শুনতে পছন্দ করি, বেশিরভাগই শোনেন না: ছবির ক্যাপশনে কাদের

ফেব্রুয়ারির শুরুতেই জমজমাট অ্যালবাম নিয়ে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানালেন- আমি শুনতে পছন্দ করি।

মঙ্গলবার সকালে সেতুমন্ত্রী ২২টি চমৎকার ছবি আপলোড করেন নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে। আর তা নিয়ে হইচই ভক্তকুলের। মুহূর্তেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। মাত্র ৪০ মিনিটের মধ্যেই পোস্টে প্রায় ৭ হাজার রিঅ্যাক্ট পড়ে। যেখানে কমেন্ট ছিলো ১২০০ এর বেশি।

নীল কোটির সাথে সাদা পাঞ্জাবীর রঙের মিশেলটা ছিলো চোখে পড়ার মত। আর প্রতিটা ছবিতেই কাদের নিজেকে ফুটিয়ে তুলেছেন ভিন্ন আঙ্গিকে। যেখানে দেখা যায় কোন ছবিতে সোজা দর্শকের দিকে তাকিয়ে আছেন কাদের। কোনটায় তো চশমা ঠিক করছেন, আবার কোনটায় দেয়ালের পেইন্টের দিক তাকিয়ে।

তবে সেতুমন্ত্রীর ছবি আপলোড করার পরে যেটা সবার আগে লক্ষ করা যায়, সেটা হলো অসাধারণ এক ক্যাপশন। এবার ২২টি ছবির সাথে মন্ত্রী ক্যাপশন দিয়েছেন- ‘আমি শুনতে পছন্দ করি। অধিকাংশ মানুষই কখনও শোনেন না।’

Exit mobile version