Site icon Jamuna Television

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। সোমবার নিউইয়র্ক ও নিউজার্সিতে জারি করা হয় জরুরি অবস্থা। রাজ্যগুলোর পাঁচটি বিমানবন্দর সাময়িকভাবে স্থগিত করেছে তাদের কয়েকশ’ ফ্লাইটের চলাচল। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গেলো ১২ ঘণ্টায় নিউইয়র্কে ৪৩ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থগিত করোনা টিকাদান কর্মসূচি। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সান্ধ্যকালীন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মেয়র বিল দি ব্লাসিও।

একই সময়, নিউজার্সি ও পেনসিলভানিয়ায় ৪৮ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। রাজ্যগুলোয় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে বাস ও ট্রেন চলাচল। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়ো হাওয়ায়, নাকাল পথচারীরা।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার নাগাদ নিউ ইংল্যান্ডের দিকে সরে যাবে ঝড়টি।

ইউএইচ/

Exit mobile version