Site icon Jamuna Television

নয় বছর বয়সী এক শিশুকে হাতকড়া পরিয়ে চোখে পিপার স্প্রে করলো মার্কিন পুলিশ

আবারও নিষ্ঠুর আচরণের দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ। নিউ ইয়র্কের রচেস্টারে নয় বছর বয়সী এক শিশুকে হাতকড়া পরিয়ে চোখে পিপার স্প্রে করার ভিডিও প্রকাশ হয়েছে সম্প্রতি।

গত শুক্রবারের ওই ঘটনা ধরা পড়ে দায়িত্বরত পুলিশদের বডি ক্যামেরাতেই। কৃষ্ণাঙ্গ শিশুটি নির্যাতনের দায়ে সোমবার তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

রচেস্টারের ডেপুটি পুলিশ প্রধান জানান, ৯১১-এর একটি কল পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি, মেয়েটি আত্মহত্যা ও মা’কে হত্যা করবে বলে জানায়। নিজের বাবার খোঁজে চিৎকার-কান্নাকাটি করছিল সে। পালিয়ে যাবার চেষ্টা করলে, তাকে হাতকড়া পড়িয়ে গাড়িতে তোলা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পিপার স্প্রে করা হয় তার চোখে।

ঘটনার প্রতিবাদে সোমবার রচেস্টারে পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা। গত বছর একই শহরে পুলিশি নির্যাতনে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রজুড়ে।

ইউএইচ/

Exit mobile version