Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার পার্থে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে দাবানল

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে ১৭ হাজার একর এলাকা।

মঙ্গলবার আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে বিবৃতি দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল হাওয়ায় আগুনের তীব্রতা আও বাড়ছে। পশ্চিমের পাহাড়ি অঞ্চলে ২৫ কিলোমিটার এলাকা পর্যন্ত জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে কয়েকশ’ মানুষকে। বাড়ি ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও কয়েকশ’ মানুষকে। আগুন নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিসের প্রায় আড়াইশ’ কর্মী।

ইউএইচ/

Exit mobile version