Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ফেরাতে ৪ ফেব্রুয়ারি ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনিশ্চিত: পররাষ্ট্র সচিব

মিয়ানমারে সামরিকজান্তার সাথে এখনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বাংলাদেশের। তাই রোহিঙ্গাদের ফেরাতে ৪ ফেব্রুয়ারি ঢাকা-বেইজিং-নেইপিদো ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও অনিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিবের আশা, সরকারে যারাই থাকুক, প্রত্যাবাসন পরিকল্পনা আগের মতই এগুবে। আর নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের গণতন্ত্রের পাশাপাশি রোহিঙ্গা সংকটও আলোচিত হবে বলে আশা ঢাকা’র।

আগের পরিকল্পনা ধরেই সংকটের সমাধান চায় ঢাকা। আর এই বাস্তবতায় নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়েও আশাবাদী সরকারের এই শীর্ষ কূটনীতিক। মিয়ানমারে থাকা বাংলাদেশি কূটনীতিক ও অন্যান্যদের চলাচল এখনো নিয়ন্ত্রিত বলেও জানান মাসুদ বিন মোমেন।

এদিকে, সেনা অভ্যুত্থানের পর এখন আতঙ্ক আর অনিশ্চয়তার জনপদ মিয়ানমার। থমথমে পরিস্থিতিতে রাস্তায় রাস্তায় চলছে সেনা টহল। গুরুত্বপূর্ণ সব ভবন ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনী।

ইউএইচ/

Exit mobile version