Site icon Jamuna Television

আল জাজিরার প্রতিবেদনের নিন্দা জানিয়েছে সেনা সদর দফতর

কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে সেনা সদর দফতর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে বলা হয়, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সাথে যুক্ত রয়েছে।

প্রতিবেদনে ইসরায়েল থেকে মোবাইলে নজরদারি প্রযুক্তি কেনার যে তথ্য দেয়া হয়েছে, তা পুরোপুরি ভুল বলে অভিহিত করেছে, সেনা সদর দফতর। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের একটি শান্তিরক্ষী মিশনের জন্য হাঙ্গেরি থেকে এ প্রযুক্তি কেনা হয়।

এর আগে, আল জাজিরার প্রতিবেদনটিকে ‘অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। উগ্রবাদি জামাতে ইসলামী সংশ্লিষ্ট দুষ্টচক্র এটি করিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সোমবার আলজাজিরা প্রায় এক ঘণ্টার একটি তথ্যচিত্র প্রচার করে।

Exit mobile version