Site icon Jamuna Television

ফেব্রুয়ারির শুরুতেই আরও দুটি শৈত্যপ্রবাহ, মাস শেষে হতে পারে বজ্রঝড়

ফেব্রুয়ারির শুরুতেই আরও দুটি শৈত্যপ্রবাহ, মাস শেষে হতে পারে বজ্রঝড়

ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর মাসের শেষ ভাগে শিলাবৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এছাড়া ফেব্রুয়ারির শেষ দিকে দেশের কোথাও কোথাও ১/২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Exit mobile version