Site icon Jamuna Television

মোদীর ভূয়সী প্রশংসা করলেন কারিনা-দীপিকা

মোদীর ভূয়সী প্রশংসা করলেন কারিনা-দীপিকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোন। প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের পর মুখ খোলেন বলিউডের প্রথম সারির দুই তারকা অভিনেত্রী।

এর আগে বহুবার ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। যার ফলে একাধিকবার বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। মহাত্মা গান্ধীর মন্তব্যকে তুলে ধরে নারী শক্তি, মন কি বাত এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রশংসা করেন দীপিকা পাড়ুকোন।

কারিনা কাপুর বলেন, বিমান ওড়ানো থেকে শুরু করে প্রজাতন্ত্র দিবসের প্যারেড, সর্বক্ষেত্রেই দেশের মহিলারা এগিয়ে যাচ্ছেন। কোনও ভয়-ভীতি দেশের মেয়েদের আর আটকে রাখতে পারছে না। নতুন ভারত তৈরি করতে মেয়েরা ক্রমশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন কাপুর-কন্যা।

Exit mobile version