Site icon Jamuna Television

পদ্মায় ফেরির তলায় ফাটল, রক্ষা পেলো ৩ শতাধিক যাত্রী

পদ্মায় ফেরির তলায় ফাটল, রক্ষা পেলো ৩ শতাধিক যাত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরির তলা ফেটে ‘গোলাম মাওলার’ ডুবার উপক্রম হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে তিন শতাধিক যাত্রী।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩৫টি যানবাহন ও ৩ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে হাজরা চ্যানেলের মাগুরখন্ড স্থানে এ দুর্ঘটনার কবলে পরে ফেরিটি। এ সময় ফেরির অভ্যন্তরে পানি ঢুকে ফেরিটি একপাশ কাত হয়ে যায়। পরে ফেরিটি প্রায় ঘণ্টা খানেক চালিয়ে বেলা ৫টায় মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে পৌঁছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলে পরা ফেরিটিতে যাত্রীবাহী বাস, ট্রাক, ছোট ও মাঝারি আকারের যানবাহনসহ ৩ শতাধিক যাত্রী ছিলো। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছানোর পর যাত্রী ও যানবাহন অক্ষত ভাবে নামানো হয়েছে। এছাড়া ফেরির ফাটলের স্থানটি পরীক্ষার জন্য ডুবুরি টিম আনা হচ্ছে।

Exit mobile version