Site icon Jamuna Television

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ স্থগিত হওয়ায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুনের ১৮ থেকে ২২ তারিখ অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা দেশটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত অথবা অস্ট্রেলিয়া- যেকোনো একটি দেশ।

আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজের ফলের ওপর নির্ভর করবে কোন দেশ যাবে ফাইনালে। যদি ভারত ২-১, ২-০, ৩-১ অথবা ৪-০ ব্যবধানে জেতে, তাহলে তারাই চলে যাবে ফাইনালে।

ইংল্যান্ডের সমীকরণ অপেক্ষাকৃত কঠিন। তাদের ফাইনাল খেলতে হলে ভারতের মাটিতে জিততে হবে ৩-১, ৩-০ অথবা ৪-০ ব্যবধানে। আর যদি এই সিরিজ ড্র হয়; অথবা ভারত ১-০ ব্যবধানে; আর ইংল্যান্ড ১-০ ও ২-১ ব্যবধানে জেতে তবেই ভাগ্য খুলবে অস্ট্রেলিয়ার।

ইউএইচ/

Exit mobile version