Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩৪৬ দিন পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতদিন ক্রিকেট থেকে দূরে ছিল বিশ্ব। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে একটু পর। এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলছে টাইগাররা।

সাগরিকায় এখন পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা।

ইউএইচ/

Exit mobile version