Site icon Jamuna Television

অ্যামাজন’র প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন জেফ বেজোস

ই-কমার্স প্রতিষ্ঠান ‘অ্যামাজন’-এর প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এর বদলে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি।

মঙ্গলবার অ্যামাজন কর্মীদের উদ্দেশে এক চিঠি লিখেন ৫৭ বছর বয়সী এই ধনকুবের। জানান, এ সিদ্ধান্তের অর্থ অবসর গ্রহণ করা নয়। বরং নিজের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেয়ার ‘সময় এবং শক্তি’ সংগ্রহ করা।

তিনি বলেন, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবেন তিনি। একইসাথে, ড- ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্য কাজগুলোয় ঝুঁকবেন। তার উত্তরসূরি হবেন অ্যান্ডি জেসি। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সম্পন্ন হবে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। গোটা বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা ১৩ লাখ। গেলো বছর, লকডাউনে ৩৮ হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে অ্যামাজনের মুনাফা বেড়ে ২১শ’ ৩০ কোটি ডলারে দাঁড়ায়।

ইউএইচ/

Exit mobile version