Site icon Jamuna Television

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিতেই এমন আদেশ, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে আদেশগুলোয় সই করেন তিনি। বলেন, অভিবাসন ইস্যুতে তিনি নতুন কোনো আইন করেননি। আগে যে আইনের চর্চা ছিলো; সেটাই ফিরিয়ে আনছে তার সরকার। দেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এসব। এর ফলে, অনুপ্রবেশকারী পরিবার ফিরে পাবে তাদের শিশুদের।

ট্রাম্প শাসনামলে, জোরপূর্বক অভিভাবকদের কাছ থেকে আলাদা ক্যাম্পে রাখা হতো সন্তানদের।
এছাড়া, রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসীদের বিষয়ে শুনানির জন্য অভিবাসন আদালতের প্রতি নির্দেশও দেন বাইডেন।

বাইডেন বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি তা বাস্তবায়ন করবো। সীমান্ত সুরক্ষা এবং মুসলিম দেশ থেকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে দেশে সুষ্ঠু, শৃঙ্খল এবং মানবিক অভিবাসন আইন ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে এ ৩টি নির্বাহী আদেশ।

ইউএইচ/

Exit mobile version